বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার আবারও কেড়ে নেওয়া হয়েছে। জগগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং প্রশাসন এখন সম্পূর্ণভাবে গণশত্রুতে পরিণত হয়েছে।
শুক্রবার বিকেলে সিংড়া উপজেলার কউড়া পয়েন্টে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত এবং ভোটাধিকার ফিরিয়ে দিতে জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে রাষ্ট্র ও সমাজের সকল স্তরে অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প নেই।
সিংড়া উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মজিবর রহমান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, থানা বিএনপির সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ, বিএনপি নেতা অধ্যক্ষ অনোয়ারুল হক আনু,
এ্যাড. ইউসুফ আলী, জেলা যুবদল সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিম এবং স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল রনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন