বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ চন।
শনিবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারের কাকডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৩ জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন, বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কোদলা গ্রামের হেকমোত আলী বিশ্বাস (৪৫), খুলনার কয়রা থানার অর্জুনপুর এলাকার কুদ্দুস সরদার (৬০) ও বাসের চালক খুলনা রূপসা থানার নৈহাটি এলাকার ফরহাদ শেখ (৪৫)।
রিপোর্ট লেখা পর্যন্ত নিহত এক নারী ও দুই পুরুষ যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে বাগেরহাট ও ফকিরহাটসহ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে ১২ জনকে খুলনা মেডিকেল কলেজ ও ৩ জনকে ফকিরহাট হাসপাতালে ভর্তি করে। নিহতদের লাশ উদ্ধার করে ফকিরহাট থানায় পাঠানো হয়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, খুলনা থেকে মোল্লাহাটের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস সকাল ১০টার দিকে ফকিরহাট উপজেলার ফলতিতার কাকডাঙ্গা নামক স্থানে পৌঁছালে সামনের চাকার টায়ার ফেটে গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় বাসটি পড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চালকসহ ৫ জন ও পরে ফকিরহাট হাসপাতালে আরও এক জনের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/কালাম