বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে র্যালিটি শরীয়তপুর জেলা শিল্পকলা এককাডেমি চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সদর উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর হায়দার শাওন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মামুনুর রশীদ, জেলা বিটিসিএল’র সহকারী ব্যবস্থাপক এমএ কুদ্দুস দেওয়ান, জুনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার জুয়েল হোসেন।
এ সময় অনুষ্ঠান ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, মোবাইল অপারেটর ও টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU) প্রতিষ্ঠা এবং প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ সম্মেলন অনুষ্ঠানের নিদর্শনস্বরূপ ১৯৬৯ সালের ১৭ মে থেকে প্রতি বছর বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়ে আসছে। পরবর্তীতে নভেম্বর, ২০০৬ -এ অনুষ্ঠিত ITU সম্মেলনে ১৭মে বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সংঘ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দিবসটির আনুষ্ঠানিকতা পালন করা হয় ১৮ মে।
বিডি প্রতিদিন/কালাম