বরিশালে বেঁদে এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে ৫০ দিনব্যাপী কম্পিউটার ও দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে।
শনিবার বেলা ১১টায় সমাজসেবা অধিদফতরের আয়োজনে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বরিশাল সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবদুর রশীদ খান এবং জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত অংশগ্রহণকারীরা বেঁদে ও অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।
শনিবার (১৮ মে) শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রম আগামী ৫০ কার্যদিবস পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সমাজ সেবা বিভাগের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।
বিডি প্রতিদিন/কালাম