টাঙ্গাইল-বাসাইল সড়কের লাঙ্গুলিয়া নদীর উপরের ব্রিজটি ধসে পড়ার কারণে টাঙ্গাইল জেলা সদরের সাথে বাসাইল, সখীপুরসহ কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ব্রিজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সম্প্রতি ব্রিজটির কিছু অংশ ধসে পড়ার কারণে বাড়তি সতর্কতার জন্য সেতুর উপর বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। আজ সকালে বেইলি ব্রিজটিও ধ্বসে পড়ে। এতে করে জেলা সদরের সাথে কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তবে বেইলি ব্রিজটি মেরামতের জন্য কাজ করে যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ।
বিডি প্রতিদিন/হিমেল