‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়বো সোনার বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে ধানসহ সকল কৃষিপণ্যের ন্যায্য মূল্য নির্ধারণসহ বিভিন্ন দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য রাখেন প্রবীণ দৌড়বিদ মির্জা শাহজাহান, ছাত্র ফেডারেশন জেলার সংগঠক ফাতেমা রহমান বীথি, সাধারণ ছাত্রদের পক্ষে সাইফুল্লাহ হায়দার, শেখ মোহাম্মদ ফরিদুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, চলতি মৌসুমে টাঙ্গাইলে বোরো চাষে লক্ষমাত্রা ছাড়িয়েছে। ফলনও ভালো হয়েছে। শ্রমিকসহ আনুসঙ্গিক খরচ বেশি হওয়ায় ধান চাষে কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই ধানের মূল্য বাড়ানোর পাশাপাশি সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে এবং সকল মধ্যসত্বভোগীদের উচ্ছেদ করতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল