পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় বুড়ি তিস্তা নদীর খনন কাজ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরে ২৪ কিলোমিটার প্রবাহিত বুড়ি তিস্তার ২০ কিলোমিটার খনন করা হবে। বাকি ৪ কিলোমিটার ভারত বাংলাদেশের সীমান্তের খুব কাছে হওয়ায় এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
সরকারের ৬৪ জেলার অভ্যন্তরে ছোট নদী,খাল এবং জলাশয় পূনঃখনন প্রকল্পের আওতায় এই খনন শুরু হয়েছে। খননকাজের উদ্বোধন করেন রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন। শনিবার দুপুরে রামগঞ্জ বিলাসী এলাকার কাদেরের মোড়ে এই খননকাজ শুরু হয়। এসময় সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার উদ্দেশ্যে রেল মন্ত্রী বলেন, জনগণের টাকা অপচয় করবেন না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করুন। উন্নয়ন যেন টেকশই হয়।
ভারত থেকে আসা এই নদীর প্রস্থ ২০ মিটার খনন করা হবে এবং ৬ ফিট গভীর করা হবে। নদীটির উভয় পাড় সুরক্ষিত এবং লোক চলাচলের ব্যবস্থা করা হবে। দুই পাশে ৩ হাজার বৃক্ষ রোপণ করা হবে।
৭ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে টাংগাইল জেলার ঠিকাদারী প্রতিষ্ঠান উন্নয়ন-গুডম্যান জেভি সহযোগিতায় নদী খনন কাজের বাস্তবায়ন করছে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড।
জেলা প্রশাসকের সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রকাশ ঘোষ, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিসতী, উপজেলা নির্বাহী কর্মর্তা প্রত্যয় হাসান প্রমুখ ।
বিডি প্রতিদিন/ফারজানা