টাঙ্গাইলের মধুপুরে কালবৈশাখী ঝড়ে একজনের মৃত্যু হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে গেছে। গোপালপুরে লন্ডভন্ড হয়ে গেছে তিনটি গ্রাম। এতে গাছ চাপায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মধুপুর পৌর এলাকার মালাউরি গ্রামের রূপচান মিয়ার বসত ঘরের দেয়াল ঝড়ে ধ্বসে পড়ে। এতে রূপচান মিয়ার স্ত্রী দিলরুবা (৩৬) এবং দুই ছেলে রাকিব (১১) ও সাকিব (৯) আহত হয়। তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত রাকিব ও সাকিবকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর রাত সাড়ে ১০ টার দিকে রাকিবের মৃত্যু হয়।
একই সময় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়েছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের তিন গ্রাম। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে ঝড়ে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় ইউনিয়নের পাঁচটি গ্রাম বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, ঝড়ে গাছ ভেঙে ঘরে ও রাস্তার উপর পড়ে রয়েছে। কয়েকশ বাড়িঘর লন্ডভন্ড হয়েছে। ইউনিয়নের কুইরাবাড়ি, বালবাড়ি ও ভোলারপাড়ার কয়েকশত বাড়িঘর ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। বা
বিডি-প্রতিদিন/শফিক