বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বৈশাখী পূর্ণিমা দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে।
এ উপলক্ষে শনিবার প্রায় পাঁচ শতাধিক বৌদ্ধ ভিক্ষু ও এ ধর্মের অনুসারীরা শহরে এক মঙ্গল শোভাযাত্রা বের করে।
এদিকে বৌদ্ধ পূণির্মাকে কেন্দ্র করে বিহারগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা শহরের বৌদ্ধ বিহারগুলোতে তল্লাশী করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। বৌদ্ধ পূর্ণিমার সকল আয়োজন নির্বিঘ্ন করতে জেলা শহরে ৪ শতাধিক অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
শুভ বৈশাখী পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলার ৯ উপজেলার শতাধিক বৌদ্ধ বিহারে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকালে বিভিন্ন বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন, পঞ্চশীল প্রার্থনা, অষ্ঠশীল প্রার্থনা, বৌদ্ধ পূজা, পিন্ডদান ,বাংলাদেশের সুখ সমৃদ্ধি কামনা করে প্রাথর্না, আলোচনা সভা, দুপুরে ভাবনা ও সূত্রপাঠ, প্রীতি বিনিময় ও সন্ধ্যায়য় অনুষ্ঠিত হবে প্রদীপ পূজা ও উড়ানো হবে ফানুষ বাতি।
এদিকে বুদ্ধের জন্ম, মহা পরিনির্বান এবং বুদ্ধত্বলাভ উপলক্ষে সকালে য়ংড বৌদ্ধ বিহার হতে শোভাযাত্রাটি বের হয়ে খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বুদ্ধ পূর্নিমা উপলক্ষ খাগড়াছড়ির বিভিন্ন বিহারে দিনব্যাপী বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল