১৯ মে, ২০১৯ ১৪:২৬

জামালপুরে নকল নবিশদের কলম বিরতি ও বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি

জামালপুরে নকল নবিশদের কলম বিরতি ও বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাকরি স্থায়ীকরণের দাবিতে জামালপুরে কলম বিরতি ও বিক্ষোভ করেছে বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশনের জামালপুর সদর শাখা। 

রবিবার সকাল থেকে জামালপুর রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবনের সামনে দুই দিনব্যাপী কলম বিরতি শুরু করে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন নকল নবিশরা। 

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবিশ) জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফজলুল হক, আব্দুল মালেক, মোছা. শিপন বেগম প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, চাকরি স্থায়ীকরণ না হওয়ায় নকল নবিশরা মৌলিক অধিকারসহ সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি চলতি বছর তাদের পারশ্রমিক না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের দাবি ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঘোষণা অনুযায়ী এক্সট্রা -মোহরার নকল নবিশদের চাকরি স্থায়ী করণ করতে হবে। অনতিবিলম্বে তাদের দাবি বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন তারা। 

সোমবার পর্যন্ত তাদের এই কলম বিরতি চলবে বলে জানিয়েছে সংগঠনটি। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর