২২ মে, ২০১৯ ১৭:১০

২৫ মাস ভারতে সাজা ভোগের পর দেশে ফিরলেন এক বাংলাদেশি

লালমনিরহাট প্রতিনিধি:

২৫ মাস ভারতে সাজা ভোগের পর দেশে ফিরলেন এক বাংলাদেশি

ভারতের জলপাইগুড়ি কারাগারে ২৫ মাস সাজা ভোগের পর দেশে ফিরেছেন মনিরুজ্জামান (৩৩) নামে এক বাংলাদেশি। বুধবার বিকেলে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট সীমান্ত দিয়ে তাকে নিজ দেশে ফেরত দিয়েছেন ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। সাজাপ্রাপ্ত বাংলাদেশী পাবনা জেলার সাথিয়া উপজেলা চরপাড়া গ্রামের আব্দুল হোসের ছেলে।

পুলিশ সূত্রে জানান, গত ২০১৭ সালের দিকে ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ ও বিএসএফ তাকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল। এরপর আদালতের বিচারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর তাকে দেশে ফেরত দিলেন ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ভারতীয় ইমিগ্রেশন পুলিশের এস আই নাজির নারী বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

সাজাপ্রাপ্ত মনিরুজ্জামান বলেন, কাজে সন্ধানে ভারতে গিয়ে বিএসএফের কাছে আটক হই। এরপরে ভারতীয় আদালতের দেওয়া আদেশে ২৫ মাস জেল খেটে আজ ফিরলাম।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. রাশেদুজ্জামান বলেন, ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ওই বাংলাদেশিকে হস্তান্তর করার সত্যতা নিশ্চিত করে বলেন, তার স্বজনদের কাছে লিখিত নিয়ে হস্তান্তর করা হবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর