২৩ মে, ২০১৯ ১৬:২২

নেত্রকোনায় ধান সংগ্রহ শুরু

নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনায় ধান সংগ্রহ শুরু

নেত্রকোনায় কৃষকদের কাছ থেকে সরকারি গুদামে ধান সংগ্রহ আভিযান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বারহাট্টা রোডের নেত্রকোনা সদর খাদ্য গুদামে এ কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসির উদ্দিন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ। 

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন, রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এর আগে বেশ কটি উপজেলায় এ সংগ্রহ অভিযান শুরু হয়েছে। 

এবার সদর উপজেলায় ৬শ ৩২ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। এ হিসেবে আদ্রতা মিলিয়ে সকল ধরনের নিয়ম মেনে প্রতি কৃষক ৩ বস্তা ধান দিতে পারবেন। তবে সংশ্লিষ্টরা বলছেন যতটুকু সম্ভব প্রকৃত কৃষকদের থেকেই ধান সংগ্রহ করা হবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর