বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদীতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের প্রাণহানি হয়েছে। নিহত যুবকের নাম ইলিয়াস হোসেন। শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ইলিয়াস বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাসেদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইলিয়াস বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের উত্তর ঢাপরকাঠী গ্রামের এনায়েত মুন্সির ছেলে।
ঘটনার দিন সকালে মোটরসাইকেলে করে ঢাকা থেকে বরিশাল আসছিলেন ইলিয়াস। পথে ইচলাদীতে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি তাকে নিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত তিনি। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        