২৫ মে, ২০১৯ ২১:৪৭

‘নজরুল আমাদের প্রেরণা জুগিয়েছে, প্রতিবাদ শিখিয়েছে’

ময়মনসিংহ প্রতিনিধি

‘নজরুল আমাদের প্রেরণা জুগিয়েছে, প্রতিবাদ শিখিয়েছে’

১৯৭১ সালে নজরুলের লিখনি মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরনা জুগিয়েছে, আমাদের প্রতিবাদের ভাষা শিখিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু এবং নজরুলের মধ্যে অসাধারণ মিল রয়েছে। তারা মানবতার কল্যাণে নিবেদিত ছিলেন।
শনিবার বিকেলে 'নজরুল-চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ' স্লোগানে ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাফেজ রুহুল আমীন মাদানী এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। এদিকে জয়ন্তী উপলক্ষে নজরুল একাডেমী মাঠে তিনদিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর