২৬ মে, ২০১৯ ১৭:৫০

পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড

পটুয়াখালীতে এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন স্পেশাল জজ (জেলা জজ) আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিত ব্যক্তির নাম লিটন খন্দকার (৩৪)। 

রবিবার সকালে আদালতের বিজ্ঞ বিচারক মো. শহিদুল্লাহ আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। মামলার তদন্ত কর্মকর্তা বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে র‌্যাব ৪৮৩ পিস ইয়াবা ও ১৪০ গ্রাম গাঁজাসহ লিটন খন্দকারকে আটক করে। এ ঘটনায় ওই দিন রাতেই তৎকালীন পটুয়াখালী ক্যাম্পের ডিএডি আনোয়ার হোসেন বাদী হয়ে লিটনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা করেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর