২৭ মে, ২০১৯ ১৮:২২

নীলফামারীতে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

নীলফামারীতে গরীব কৃষকদের ধান কেটে দিল ছাত্রলীগ নেতা-কর্মীরা। সোমবার দুপুরের দিকে সদর উপজেলার বাদিয়ার মোড় এলাকার দুই জন কৃষকের এক একর জমির ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন নেতা-কর্মীরা।

জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সকারের নেতৃত্বে জেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতা-কর্মীরা ধান কাটা কার্যক্রমে অংশ নেন।

পরে সরকারিভাবে ধান ক্রয়ের পরিমাণ বৃদ্ধিসহ কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের বাদিয়ার মোড় গ্রামের কৃষক রঞ্জিত রায় (৩০) বলেন, বাজারে ধানের দাম কম হওয়ার কারণে ধান চাষ করে কৃষকরা মহাবিপাকে পড়েছেন। বর্তমান বাজার মূল্যে উৎপাদন খরচ উঠাতে পারছেন না কৃষকরা। এখন প্রতি বিঘা জমির ধান কাটতে পারিশ্রমিক গুণতে হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা। এ অবস্থায় জেলা ছাত্রলীগের পক্ষে যে উদ্যেগ নিয়েছে সেটি প্রশংসার দাবি রাখে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর