তিন সপ্তাহ ধরে তালাবদ্ধ থাকার পর বগুড়া জেলা বিএনপি অফিসের তালা খোলা হয়েছে। বগুড়া জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির বিরুদ্ধে যে তরুণ নেতারা অফিস তালাবদ্ধ করে রেখেছিল, তারাই আবার তালা খুলে দিয়ে একে অন্যের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
এতে আবারো সরগরম হয়ে উঠেছে জেলা বিএনপি অফিস। সেই সাথে নেতারা আসন্ন বগুড়া সদর আসনের উপ-নির্বাচনে দলের প্রার্থী এবং বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক জিএম সিরাজের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৫ মে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই বগুড়া বিএনপির তরুণ কিছু নেতাকর্মী কমিটি বাতিলের দাবিতে জেলা বিএনপি অফিস তালাবদ্ধ করে অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ কারণে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবকদলের কমিটি বাতিল, কয়েকজন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেয় কেন্দ্রীয় সংগঠন।
এসব খবর জানার পর লন্ডন প্রবাসী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলা আহ্বায়ক জিএম সিরাজ ও বিদ্রোহী নেতাদের কাছে সব কিছু মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিলে বিদ্রোহের অবসান ঘটে। সে নিদের্শে গত বৃহস্পতিবার তালা খোলেন বিদ্রোহীরা।
অফিসের তালা খোলার পর সদ্য বিলুপ্ত জেলা যুবদলের সভাপতি শিপার আল বখতিয়ার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমু, বিএনপি নেতা পরিমল চন্দ্র দাস, দেলওয়ার হোসেন পশারী হিরু, তৌহিদুল ইসলাম বিটু দল ও দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন। এতে দলের সর্বস্তরে স্বস্তির ভাব লক্ষ্য করা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল