দিনাজপুরের নবাবগঞ্জের শাখা করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের সিরাজ বালুয়া পাড়া নামক স্থানে শাখা করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার জানান, বুধবার সকালে ওই নদীতে জেলেরা মাছ ধরতে গিয়ে লাশটি পানিতে ভাসতে দেখে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে ঐ ব্যক্তির কোন নাম-পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহটি ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক