কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ মিস্ত্রি পাড়া বরফকল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮০০পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ কোস্টগার্ডের ভারপ্রাপ্ত গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম সাইফুল ইসলাম বলেন, পূর্ব জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহ পরীর দ্বীপের একটি বিশেষ টিম বুধবার রাতে মিস্ত্রি পাড়া বরফকল সংলগ্ন এলাকায় অভিযানে গেলে। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে উক্ত স্থানে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৮০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক