নাটোরের বড়াইগ্রামে সংঘবদ্ধ ৫ নারী প্রতারককে আটক করেছে পুলিশ। একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গিলে ফেলার অভিযোগে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বনপাড়া এলাকার দুলাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আটকরা হচ্ছেন পাবনা জেলার আয়েশা বেগম (৫০), আঁখি আক্তার (৩০), তাসলিমা বেগম (২৫), জান্নাত (৩০) ও ফাতেমা আক্তার (১৬)। পুলিশ মূল অভিযুক্ত আয়েশা বেগমের পেট এক্সরে ও আল্ট্রাসনোগ্রাফি করতে চাইলে চেইন গিলে খেয়ে ফেলার কথা স্বীকার করেছে সে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক ৫ নারীকে জিজ্ঞাসাবাদের জন্য বড়াইগ্রাম থানা পুলিশ হেফাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় পৌর কাউন্সিলর শরীফুন্নেছা শিরিন জানান, দুপুরে সাহায্য চাওয়ার নামে ৫ নারী উপজেলার দুলাল হোসেনের বাড়িতে যায়। সেখানে পানি পান করতে চাইলে বেড়াতে আসা দুলালের শ্বাশুড়ি হাসিনা বেগম (৫৫) তাদের জন্য পানি আনে। এ সময় আয়েশা নামে প্রতারক চক্রের সদস্য আচমকা হাসিনার গলার চেইন ছিনিয়ে নিয়ে গিলে ফেলে এবং দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে হাসিনার চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বিডি-প্রতিদিন/শফিক