শরীয়তপুর নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামে নবনির্মিত সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের কাঠ খুলতে গিয়ে দুই জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর অসুস্থ হয়েছেন। আহতরা শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার দুপুরের দিকে উপজেলার পাঁচক গ্রামের সালাউদ্দিন গোরাপির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পাঁচক গ্রামের শাহআলম গোরাপির ছেলে শাহাদাৎ গোরাপি (২০) ও লিটন খানের ছেলে তারেক খান (২০) । নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তারেক খানের বাবা লিটন খান বলেন, সালাউদ্দিন গোরাপির বাড়িতে দুই মাস আগে সেপটিক ট্যাংক তৈরি করা হয়। ট্যাংকের ঢাকনা বন্ধ ছিল। পরে শুক্রবার প্রথমে ওই ট্যাংকের ঢাকনা খুলে সেন্টারিংয়ের কাঠ খুলতে নামে শাহাদাৎসহ সকলে। ট্যাংকটি অনেকদিন বন্ধ থাকায় গ্যাস জমে। সেই গ্যাসেই তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক শাহাদাৎ গোরাপি ও তারেক খানকে মৃত্যু বলে ঘোষণা করেন। আর আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক