দিনাজপুরের বীরগঞ্জে রাস্তার খড়ে মোটরসাইকেল পিছলে মোঃ লাবিব (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মো. সোহেল রানা (২৭) এবং মোছা. লাভলী আক্তার (২০) নামে অপর দুই আরোহী। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুজালপুর ইউনিয়নের মহুগাঁবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পঞ্চগড় জেলার দেবিগঞ্জে শ্বশুরবাড়ি হতে স্ত্রী মোছা. লাভলী বেগম ও শিশুপুত্র মো. লাবিবকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়ন দৌলতপুর গ্রামে ফিরছিলেন। পথে বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুজালপুর ইউনিয়নের মহুগাঁবাজার এলাকায় একটি নচিমনকে দেখে গতি থামাতে ব্রেক করেন। ফলে রাস্তার উপর শুকাতে দেয়া খড়ে মোটরসাইকেল পিছলে স্ত্রী-ছেলেকে নিয়ে পাঁকা সড়কে পড়ে যায়। এতে তিনজনই গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে শিশু লাবিব মারা যায় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শমরেশ দাস।
বিডি-প্রতিদিন/শফিক