কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর চরে ফুটবল খেলছিল একঝাঁক তরুণ। মাতামুহুরী নদীর হাজিয়ান মোড় এলাকায় হঠাৎ বলটি নদীর পানিতে পড়ে যায়। ওই সময় ফুটবলটি আনতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায় ১৬ বছরের তরুণ আবদুল মজিদ।
শুক্রবার বেলা ১টার দিকে নিখোঁজের পর রাত ৮টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা খোঁজ করেও সন্ধান মেলেনি তার। দমকল বাহিনীসহ স্থানীয় লোকজন মজিদের খোঁজ অব্যাহত রেখেছে। নিখোঁজ মজিদ ফাঁশিয়াখালী ইউনিয়নের হাজিয়ান ১নং ওয়ার্ড এলাকার দুদু মিয়ার ছেলে। নদীর তীরের বাসিন্দারা আশংকা করে বলেছেন হয়তো নিখোঁজ মজিদ নদীর চোরাবালিতে আটকা পড়েছে। সে বেঁচে আছে কিনাও এলাকাবাসীর সন্দেহ।
থানার ওসি হাবিবুর রহমান বলেছেন, ঘটনাটি আমার জানা নেই। আপনার কাছ থেকেই শুনলাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার