আশুলিয়ায় নিখোঁজের ১৪ দিন পর সজিব শেখ (১৬) নামের এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার বিকেলে ডোবার পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত কিশোর গোপালগঞ্জের মুকসেদপুর এলাকার মেহের শেখের ছেলে ও আশুলিয়ার কুরগাও এলাকায় ভাড়া বাড়িতে থেকে ঘড়ির ব্যবসার করতেন। এর আগে গত ৩১ মে ওই কিশোর নিঁখোজ হলে পরের দিন তার মা শেখ হামিদা বাদী হয়ে আশুলিয়া থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি দায়ের করেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, ৩১ মে ঘড়ি কেনার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজ করে না পেয়ে পরের দিন তার মা বাদী হয়ে আশুলিয়া থানায় নিখোঁজের জিডি দায়ের করেন। পরে শুক্রবার বিকেলে ক্রিকেট খেলার সময় বল খুঁজতে গিয়ে ডোবার পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের মা শেখ হামিদা বেগম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিখোঁজের জিডি করার পরও পুলিশ তার ছেলেকে খুজতে অবহেলা করেছে , পুলিশ যদি আজ আমার ছেলেকে ঠিকমত তদন্ত করতো তাহলে আমার ছেলেকে জীবিত উদ্ধার করা যেত।
এদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিজাউল হক দিপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে । এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে হলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ