মেহেরপুরে জেনারেল হাসপাতালে গৃহবধুর লাশ ফেলে পালিয়েছে স্বামী ও শাশুড়ি।
শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামে পারিবারিক কলহের জের ধরে গৃহবধু শাহানাজ বিষ পান করেন। এর পরপর শাহানাজের স্বামী সোহেলরানা ও শ্বাশুড়ি শাহানাজকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতিালে নিয়ে আসে। জেনারেল হাসপাতালে শাহানাজের বিষ তোলা হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান জানান, নিহত শাহানাজ সম্ভবত ঘাস মারার উচ্চ ক্ষমতাসম্মন্ন কোন বিষ খেয়েছিলো। তার বিষ তোলার পরও তার অবস্থা খুব একটা ভালো ছিল না। তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ডের মরামর্শ দিলেও শাহানাজের স্বামী শুনেননি। এমনকি তার চিকিৎসা নিয়েও খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। সময় যত পার হতে থাকে শাহানাজের অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায় শাহানাজের মৃত্যু হয়।
মৃত শাহানাজের বাড়ি কুষ্টিয়া জেলাতে বলে জানা গেছে। দারিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আ.হান্নান জানান, বেশ কিছু দিন ধরে শাহানাজ ও সোহেলের মধ্য বিবাদ চলছিল। শুক্রবার সন্ধায় শাজনাজ বিষ পান করে। তাকে উদ্ধার করে সোহেল ও তার মা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কিন্তু রাত ১০ টার দিকে শাহাজনাজ মৃত্যু হয়। মৃত্যুর পর সোহেল ও তার মা লাশটি ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ