খুলনার কয়রা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত নজরুল ইসলাম ফতেকাটি গ্রামের মৃত কাশেম সানার ছেলে।
শনিবার সকাল ৮টায় উপজেলার ফতেকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
খুলনার কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক বিশ্বাস জানান, শনিবার সকালে নজরুলের সঙ্গে তার চাচাতো ভাই দবির উদ্দিনের জমির সীমানায় খুঁটি পোতা নিয়ে বিরোধ হয়। এ সময় দবির তাকে জাপটে ধরলে দবিরের ছেলে নজরুলকে মারধর করে। এতে নজরুল মাটিতে লুটিয়ে পড়ে। পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই নজরুল মারা যান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন