গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দী মিয়ানমারের সাজাপ্রাপ্ত এক নাগরিক শুক্রবার রাতে মারা গেছেন। নিহত ইয়াসির আরাফাত (২৭), মিয়ানমারের আকিআব জেলার মংডু থানার হাসুধারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে ইয়াসির হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে প্রথমে কাশিমপুর কারা হাসপাতালে ও পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ইয়াসির দুটি মামলার আসামি হয়ে এ কারাগারে বন্দি ছিলেন। তিনি অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত। তার বিরুদ্ধে অপর মামলাটি হল বিস্ফোরক দ্রব্য তথা সন্ত্রাসবিরোধী আইনে, যা আদালতে বিচারাধীন রয়েছে। গত ২০১৪ সালের ১২ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে এ কারাগারে স্থানান্তর করা হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, তাকে মৃতাবস্থায় এ হাসপাতালে আনা হয়েছিল।
বিডি প্রতিদিন/কালাম