টাঙ্গাইলের গোপালপুরে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলা সদরের বাণিজ্যিক কেন্দ্র পুরাতন পৌর মার্কেট সংলগ্ন একটি কাপড়ের দোকান থেকে প্রথমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের শুরু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে গোপালপুর, মধুপুর, ধনবাড়ীর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও স্থানীয় জনগণের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গোপালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল মামুন ঘটনা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন