গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানার পলাসোনা এলাকার তুরাগ নদের পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আসমত আলী (২৭)। শেরপুরের নালিতাবাড়ী থানার শিবলী আন্দারপাড়া এলাকার সুলতান মিয়া ছেলে।
জানা যায়, আসমত গাজীপুরে ভাড়া রিকশা চালাতেন। এ ব্যাপারে নিহতের স্ত্রী জোবেদা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, শুক্রবার মধ্যরাতে পলাসোনা এলাকাবাসী তুরাগ নদের তীরে ঐ যুবকের লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে রাত ২টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের ঘাড়ে, পিঠে ও বুকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক