রাজশাহী জেলা ও নগর পুলিশ অভিযান চালিয়ে তিন জামায়ত-শিবির কর্মীসহ ৭৭ জনকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করে পুলিশ। এর মধ্যে জেলা পুলিশ ৩৬ ও নগর পুলিশ ৪১ জনকে গ্রেফতার করে।
শনিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নগর ও জেলা পুলিশের মুখপাত্ররা নিশ্চিত করেছেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ৩ জনসহ ৪১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ৫ জন, মতিহার থানা ৮ জন, কাটাখালী ও বেলপুকুর থানা ৮ জন, শাহ মখদুম থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ৩ জন। যার মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৮ জনকে মাদকদ্রব্য, জামায়ত-শিবির কর্মী ৩ জনসহ অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, রাজশাহী জেলা পুলিশের মূখপাত্র ইফতে খায়ের আলম জানান, ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গোদাগাড়ী মডেল থানা ৫ জন, তানোর থানা ৪ জন, মোহনপুর ও পুঠিয়া থানা ৬ জন, বাগমারা থানা ৪ জন, দূর্গাপুর থানা ৫ জন, চারঘাট মডেল থানা ৩ জন, বাঘা থানা ৯ জন। যার মধ্যে ২৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ এবং ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন