জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শুক্রবার সাধুরপাড়া ইউনিয়নের খাপড়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের খাপড়াপাড়া গ্রামের এক কৃষকের পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়ে শুক্রবার দুপুরে বাড়ির পাশে একটি আখ ক্ষেতে গরুর খাবার আনতে যায়। এ সময় খাপড়াপাড়া গ্রামের আজিত মিয়ার বখাটে ছেলে সাইফুল ইসলাম(২১) ওই স্কুল ছাত্রীকে আখ ক্ষেতে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ওই মেয়েকে উদ্ধার করে। এ ঘটনার পর শুক্রবার রাতেই ধর্ষণের শিকার স্কুলছাত্রীর ভাই সবুজ মিয়া বাদী হয়ে সাইফুল ইসলামকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাত ১টার দিকে সাইফুল ইসলামকে আটক করে বকশীগঞ্জ থানা পুলিশ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহবুব আলম জানান, এ ঘটনায় ধর্ষককে আটক করা হয়েছে এবং শনিবার জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ জুন, ২০১৯/মাহবুব