সুনামগঞ্জে পুুলিশের কনস্টেবল পদে নিয়োগপ্রত্যাশীরা যাতে প্রতারক ও দালালদের খপ্পরে পড়ে চাকরির জন্য ঘুষ না দেয়ার আহ্বান জানিয়েছেন জেলার পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান। সরকার নির্ধারিত ১০০ টাকার ব্যাংক চালানের মাধ্যমেই পুলিশ নিয়োগ হবে বলে এক সংবাদ সম্মেলনে জানান তিনি। শনিবার দুপুরে পুলিশ সুপার অফিসের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আগামী ২৯ মার্চ সুনামগঞ্জে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসপি বলেন, 'পুলিশে নিয়োগ পাওয়ার জন্য দালাল ও প্রতারক চক্রের ফাঁদে কেউ পা দেবেন না। আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছতার সাথে নিয়োগ সম্পন্ন করব।”
নিয়োগ প্রক্রিয়ায় পুলিশের কোনো সদস্য যদি অনৈতিক লেনদেনের সাথে জড়িত হয়ে পড়েন তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির হুঁশিয়ারি দেন তিনি। সেইসাথে ঘুষ লেনদেনের কোন তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করে এসপি বরকতুল্লাহ।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন্নবী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক পংকজ কান্তি দে প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম