শেরপুর জেলার নকলা উপজেলার গৌড়দ্বার থেকে নিখোঁজ যমজ সেই তিন বোনের একজন আবিদা সুলতানা পপিকে উদ্ধার করেছে পুলিশ। পপি বর্তমানে ফুলপুর থানা হেফাজতে রয়েছে।
সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার গৌড়দ্বার থেকে তাকে উদ্ধার করা হয়। ফুলপুর থানার নবনিযুক্ত ওসি গাজী মোহাম্মদ ইমারত হোসেন উদ্ধার করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ১১টার পর ফুলপুর উপজেলার দক্ষিণ ভাইটকান্দিস্থ নিজ বাড়ি থেকে পপি, সোমা ও চম্পা নামে যমজ তিন বোন নিখোঁজ হয়। যমজ ওই তিন বোন ধান ব্যবসায়ী আব্দুর রহমানের কন্যা ও ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
এ বিষয়ে পুলিশ জানায়, বাকি দুই বোনের সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন