২০ জুন, ২০১৯ ১৬:৪৪

নেত্রকোনায় ৩ লক্ষ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় ৩ লক্ষ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল

আগামী ২২ জুন জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে নেত্রকোনায় সিভিল সার্জন অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ইপিআই ভবনের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এ সময় সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান বলেন, আগামী ২২ জুন নেত্রকোনা জেলার ১০ উপজেলার ২২৬৪টি কেন্দ্রে থেকে ৩ লক্ষ ৬৪ হাজার ৫১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের ৩৮ হাজার ১ শত ৬৪ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৩ লক্ষ ২৫ হাজার ৮ শত ৮৭ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ ক্যাপসুল নিয়ে যাতে কেউ কোন ধরনের গুজব বা বিভ্রান্ত ছড়াতে না পারে তার জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। কোন শিশু ক্যাপসুল খাওয়ানো থেকে যেন বাদ না পড়ে তার জন্য তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

সর্বশেষ খবর