ললক্ষ্মীপুরে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (২৩ জুন) বিকালে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।
পরে আলোচনা সভায় সদর থানা আওয়ামী লীগের সভাপতি বিজন বিহারী ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার