২৪ জুন, ২০১৯ ১৪:২৯

জেলা পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা

মাগুরা প্রতিনিধি

জেলা পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা

‘অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে সরকারি সেবাসমূহের দায়বদ্ধতা’ প্রকল্পের পরিচিতি সভা আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকে এইডের সহযোগিতায় বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েভ ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক আক্তারুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মাহবুবুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম, সাংবাদিক অলোক বোস, আবু বাসার আখন্দ, রূপক আইচ প্রমুখ।

সভায় জানানো হয়, টেকসই জীবন জীবিকা, অধিকারের অভিগম্যতা, সুশাসন ত্বরান্বিতকরণ আত্মনির্ভরশীল জনগোষ্ঠীর  উন্নয়নে সরকারের সহায়ক হিসেবে এ প্রকল্প নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে ওয়েভ ফাউন্ডেশন।  

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর