২৬ জুন, ২০১৯ ১৬:২৪

‘পরিবার থেকে মাদককে না বলতে হবে’

বাগেরহাট প্রতিনিধি

‘পরিবার থেকে মাদককে না বলতে হবে’

বাগেরহাটে মাদকদ্রব্যের অব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।

বুধবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। 

র‌্যালিতে শিক্ষার্থী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারি ও অভিভাবকরা  অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক বুলু শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পরিবার থেকে মাদককে না বলতে হবে। অভিভাবকদের সন্তানের উপর নজরদারি রাখতে হবে। তারা স্কুল-কলেজে কোনো খারাপ বন্ধুদের সাথে মিশে যাতে নেশায় আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখাতে হবে সবাইকে। পরিবারের সবাই সচেতন হলে মাদক থেকে ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করা কঠিন হবে না।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর