Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৭ জুন, ২০১৯ ১৫:১৮

কলাপাড়ায় গৃহবধূ দোলা হত্যা মামলায় শ্বশুর গ্রেফতার

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় গৃহবধূ দোলা হত্যা মামলায় শ্বশুর গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ দোলা কর্মকারকে বালিশ চাপা দিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় শ্বশুর বাবুল কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদ। 

জানা গেছে, গত ২৪ মে দোলা কর্মকার বালিশ চাপা দিয়ে হত্যার পর মৃতদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচার চালায় এমন অভিযোগে দোলার মা কল্পনা রানী বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। গত ৩০ মে দায়েরকৃত সেই মামলায় দোলার স্বামী সম্রাট কর্মকার, শাশুড়ি সাধনা কর্মকার, শ্বশুর বাবুল কর্মকার, ভাসুর গবিন্দ কর্মকার, মামা শ্বশুর গৌতম কর্মকার ও মামাতো ভাই নিত্য কর্মকারকে আসামি করা হয়েছে। 

বিডি-প্রতিদিন/২৭ জুন, ২০১৯/মাহবুব


আপনার মন্তব্য