২৭ জুন, ২০১৯ ১৫:৫৭

শিশু হত্যার দায়ে বরগুনায় নারীর মৃত্যুদণ্ড

বরগুনা প্রতিনিধি :

শিশু হত্যার দায়ে বরগুনায় নারীর মৃত্যুদণ্ড

বরগুনায় শিশু হত্যার দায়ে মরিয়ম (৫৫) নামের এক নারীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বরগুনার জেলা ও দায়রা জজ মো. এম ইউ ইসমাইল হোসেন এই রায় ঘোষণা করেন। 

মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৬ সালের ২৩ এপ্রিল জেলার পাথরঘাটা উপজেলার পশ্চিম ঘুটাপাছা গ্রামের কাওসারের শিশু সন্তান হাসান (৬) ঘটনার দিন বিকেল ৫টায় মরিয়মের বাড়ির পাশে খেলতে যায়। সেখানে শিশু হাসানকে হত্যার উদ্দেশ্যে খাবার পানিতে কীটনাশক মিশিয়ে খেতে দিলে শিশু হাসান অসুস্থ হয়ে পড়ে। তাকে অসুস্থ অবস্থায় পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ঐ দিন রাত ১০ টার সময় সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

জানা যায়, আসামি মরিয়ম জবানবন্দিতে স্বীকার করেন যে, মরিয়মের স্বামীর সাথে হাসানের মায়ের অবৈধ সম্পর্ক থাকায় প্রতিশোধ নিতে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হসানের বাবা কাওসার বাদী হয়ে পাথরঘাটা থানায় মামলা করলে তদন্ত শেষে পুলিশ মরিয়মের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষ মামলার সমর্থনে ১৮ জন সাক্ষী উপস্থাপন করেন। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর