Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১২ জুলাই, ২০১৯ ১৫:৫৭

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে সাহেব আলী সিকদার (৫০) নামে এক গাছকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুরে উপজেলার দোকলাখালী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের বাড়ী পার্শ্ববর্তী বরগুনা জেলার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে। তার বাবার নাম কদম আলী সিকদার।

পুলিশ ও স্থানীয়রা জানান, দোকলাখালী গ্রামের লিটন নামের এক ব্যক্তির কাছ থেকে রেন্ট্রিসহ বিভিন্ন ক্রয়কৃত গাছ কাটার সময় অসাবধানতাবসত গাছের একটি ডাল (শাখা) গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এ সময় বিদ্যুতায়িত হয়ে সাহেব আলীর মৃত্যু হয়।

মির্জাগঞ্জ থানার ওসি মো. মাছুমুর রহমান বিশ্বাস জানান, গাছ কাটার সময় গাছের একটি অংশ গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন


আপনার মন্তব্য