মেহেরপুর ডিবি পুলিশের আভিযানে একজন ভারতীয় নাগরিক আটক হয়েছে। আটক সুমন ভারতের নদিয়া জেলার মরুটিয়া থানার মথুরাপুরের বাসিন্দা। তার কাছ থেকে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
মেহেরপুর ডিবি পুলিশের এস আই আব্দুলাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনীর নওয়াপাড়ায় অভিযান চালিয়ে সুমন নামের এক ভারতীয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসময় তার কাছে থাকা ব্যাগের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ভারতীয় নাগরিক বলে জানায়।
মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি রবিউল ইসলাম জানান, আটক সুমন ভারত বাংলাদেশের সীমানার মাঝাখানে নির্জন এলাকায় ঘর তৈরি করে একা বসবাস করতো। সেখান থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্য বাংলাদেশে সাপ্লাই করতো। এ ব্যাপারে সুমনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দয়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন