ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুটি বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল কাইয়ুম (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার কুটি বাজারের আবদুল মতিন ভূইয়ার বাড়িতে গ্রীলের মাপ নেয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার ঝানঘর গ্রামে। সে ওই গ্রামের আবু হানিফ ভূইয়ার ছেলে।
জানা যায়, কাইয়ুম দীর্ঘদিন যাবত কসবার কুটিতে তার নিজস্ব ওয়ার্কসপের মিস্ত্রি হিসেবে কাজ করতো। গ্রীলের মাপ নিতে গিয়ে তার হাতের ষ্টিলের ফিতাটি ধরার সময় আবদুল মতিনের বাড়ির দেয়ালের পাশেই ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সাথে তার হাতের ফিতাটি লেগে বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। আশংকাজনক অবস্থায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক জানান ঘটনাস্থলেই কাইয়ুমের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল