১৬ জুলাই, ২০১৯ ১৭:১৬

বর্ণালী হত্যার বিচার দাবিতে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ

ভোলা প্রতিনিধি :

বর্ণালী হত্যার বিচার দাবিতে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ

ঢাকার রামপুরার বনশ্রীতে গৃহবধূ বর্ণালী মজুমদার হত্যার দ্রুত বিচার দাবিতে ভোলার বোরহানউদ্দিনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টা বোরহানউদ্দিন বাজারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় সুশীল সমাজের লোকজন এতে অংশগ্রহণ করেন। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্ণালী হত্যার দায়ে তার স্বামী মিথুন দেসহ তার পরিবারকেও শাস্তির আওতায় আনতে হবে। কারণ পরিবারের অন্যান্য সদস্যদের উস্কানিতেই মিথুন বর্ণালীকে নির্যাতন করে মেরে ফেলেছে। 

উল্লেখ্য, গত ২ জুলাই রাতে বনশ্রী এ ব্লকের দুই নম্বর রোডের বাসা থেকে রাত ১১টায় মিথুন তার স্ত্রী বর্ণালীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মিথুন বর্ণালীকে হাসপাতালে রেখে রামপুরা থানায় গিয়ে আত্মসমর্পণ করে। বর্তমানে মিথুন হত্যা মামলার আসামি হিসেবে জেলখানায় রয়েছে। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর