২১ জুলাই, ২০১৯ ১২:০৬

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একাধিক মামলার আসামি এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। 

টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকায় রবিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন (৩৯) হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার মৃত আনু মিয়ার ছেলে।

আহতরা পুলিশ সদস্যরা হলেন, টেকনাফ মডেল থানার এএসআই অহিদ, কনস্টেবল সজিব সরকার ও মনির হোসেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার নুরুল কবিরের বসতবাড়ির সামনে থেকে শনিবার রাতে একাধিক মামলার পলাতক আসামি মোহাম্মদ হোসেনকে গ্রেফতার  করা হয়। পরে তার স্বীকারোক্তিতে ইয়াবার একটি বড় চালান মজুদের তথ্য পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে রাতেই সেখানে উদ্ধার অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মোহাম্মদ হোসেনকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। সেখানে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনাস্থল থেকে দু’টি এলজি, নয় রাউন্ড তাজা কার্তুজ, ১২রাউন্ড গুলির খালি খোসা ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর