২২ জুলাই, ২০১৯ ২১:০৫

বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত : ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :

বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার প্রস্তুত। বাঙালি জাতি দুর্যোগ মোকাবিলা করার জাতি। বাংলাদেশ দুর্যোগ প্রতিহত করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এখন উত্তরাঞ্চল থেকে মঙ্গা বিদায় নিয়েছে। বন্যা মোকবিলায় জন্য সরকারের সকল প্রস্তুতি আছে।  

আজ সোমবার বগুড়া জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বন্যায় যেন মানুষ নিরাপদ স্থানে পশু ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে আশ্রয় নিতে পারে সেই জন্য আরও মুজিব কেল্লা ও আশ্রয় কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। বন্যা কবলিত অঞ্চলে চাহিদা মোতাবেক ত্রাণ বিতরণ করা হয়েছে।
 
বগুড়া জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব শাহ কামাল প্রমুখ। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর