Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৩ জুলাই, ২০১৯ ২০:৫০

নারায়ণগঞ্জে নিজ কোচিংয়ের ফেস্টুন সাটাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে নিজ কোচিংয়ের ফেস্টুন সাটাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত

নিজের কোচিং সেন্টারের ফেস্টুন সাটাতে গিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম (২৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ফতুল্লা রেলস্টেশনের ইনপা সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত সাইফুল ভৈরবের কুলিয়ারচরের ওসমানপুরের নুরুল ইসলামের ছেলে। তিনি ফতুল্লার দাপা ইদ্রাকপুরের নুর ইসলামের বাড়িতে ভাড়া থাকতো। 

নিহতের ফুপাতো বোনের জামাই মনির হোসেন জানান, নিজ ভাড়া বাড়িতেই একাডেমি কোচিং সেন্টার চালু করেছিলেন সাইফুল ইসলাম এবং বুধবার ফতুল্লা পাইলট স্কুলে যোগদান করার কথা ছিল। তার একাডেমির ফেস্টুন ফতুল্লা রেলস্টেশনের ইনপা সুপার মার্কেটের সামনে বিদ্যুতের খুটিতে সাটানোর সময় তিনি বিদ্যুতের তারের সঙ্গে জড়িতে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম


আপনার মন্তব্য