ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ১৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, একটি পরিবহন বাস ঢাকা থেকে শেরপুরের দিকে এবং কুড়িগ্রাম রৌমারির একটি বাস শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ফুলপুরের বাঁশাটী মধ্যপাড়া নামক স্থানে আসলে উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে শিশু ও শেরপুর সদরের বাবুল (২৮), রোকসানা (২৫) দম্পতিসহ প্রায় ৪০ জন আহত হয়েছেন। আহত রৌমারির মতি (৫০) ও ফরিদ (৩৫)সহ ১৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সময়ে পৌরসভার বালিয়া মোড়ে সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে রূপসীর আবুল হাশেম আহত হন।
এসব ঘটনায় কয়েক ঘন্টা রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিল। ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন আর কোন সমস্যা নেই। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর