শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে রবিউল করিম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে ঘরের বৈদ্যুতিক পাখা নষ্ট হলে নজরুল পাখা ঠিক করতে যায়। এক পর্যায়ে বিদ্যুতায়িত হয়ে যাওয়া পাখার উপর হাত দিলে আটকে যায় নজরুল। অবশেষে নজরুল মারা যায়। এ বিষয়ে শেরপুর সদর থানায় অপমৃত্য মামলা ডায়রিভুক্ত করা হয়েছে। ময়না তদন্ত শেষে নজরুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পনের দিন আগে রবিউল এক সন্তানের জনক হয়েছেন বলে পারিবারিক সূত্র জানায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন