সিরাজগঞ্জের কাজিপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে পরী খাতুন (৭)নিামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার খাসরাজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পরী খাতুন জামালপুর উপজেলার সরিষাবাড়ী জামুরা এলাকার রাসেল সেখের মেয়ে ও খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হকের নাতনী।
স্থানীয়রা জানান, ঈদে পরী খাতুন মা-বাবার সাথে যমুনা নদী বেষ্টিত কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে সকলের অগোচরে সে বাড়ির পাশে নদীতে পড়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পরীর লাশ ভেসে ওঠে। এ ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন