যশোরের সদর উপজেলায় মিনারুল ইসলাম (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার সালতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনারুল ওই গ্রামের সদর আলী গাজীর ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন